Shob Mitthe Sotto Noy (সব মিথ্যে সত্য নয়) Lyrics by Avoid Rafa

Shob Mitthe Sotto Noy (সব মিথ্যে সত্য নয়) Lyrics by Avoid Rafa

Shob Mitthe Sotto Noy (সব মিথ্যে সত্য নয়) Lyrics by Avoid Rafa
Singer Raef al Hasan Rafa
Singer Raef al Hasan Rafa
Song Writer Shafayet Mansoor Rana

"কিছু ল্যাম্পপোস্ট - কিছু যান্ত্রিক,
কিছু জোনাক পোকার ঘর।
ছুটে চলি আমরা সব,
কিছু বোকা মেঘের দল।

পুষে রেখেছি অনেক অনেক
বিষন্ন কাল-প্রহর।
ভুলে গিয়েছি কখন যেন
এঁকেছি মিথ্যে দালান ঘর।

আলো এসে বলে - ভাসবো সাথে,
সব মিথ্যে সত্য নয় !
আলো এসে বলে - জাগবো সাথে,
সব মিথ্যে সত্য নয় !

কিছু ল্যাম্পপোস্ট - কিছু যান্ত্রিক,
কিছু জোনাক পোকার ঘর।
ছুটে চলি আমরা সব,
কিছু বোকা মেঘের দল।

পুষে রেখেছি অনেক অনেক
বিষন্ন কাল-প্রহর।
ভুলে গিয়েছি কখন যেন
এঁকেছি মিথ্যে দালান ঘর।

আলো এসে বলে - ভাসবো সাথে,
সব মিথ্যে সত্য নয় !
আলো এসে বলে - জাগবো সাথে,
সব মিথ্যে সত্য নয় !"



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ