Sesh Dekha | শেষ দেখা | Lyrics by Topu - Bangla Lyrics
Singer | Topu |
Album | Shey ke |
Music | Rafa |
Song Writer | Topu |
কাছে তুমি, বুঝিনি তুমি কার
আজ তুমি নেই
যাই করি, যেদিকে যা দেখতে পাই
সবকিছুই তুমিময়
ভুল আমারই, আমি বুঝিনি
হারিয়ে খুঁজি তোমায়
শেষ দেখা, মাথা নত
বলেছো, "ভালো কি আমায় বাসো?"
জবাবে আমি না বুঝেই
বলেছি, "ভালো থেকো"
যা দেবার, আমি দিতে পারিনি
জমা আছে তা
যে কথা আজও বলা হয়নি
বলতে নেই দ্বিধা
ভুল আমারই, আমি বুঝিনি
হারিয়ে খুঁজি তোমায়
শেষ দেখা, মাথা নত
বলেছো, "ভালো কি আমায় বাসো?"
জবাবে আমি না বুঝেই
বলেছি, "ভালো থেকো"
শেষ দেখা, মাথা নত
বলেছো, "ভালো কি আমায় বাসো?"
জবাবে আমি না বুঝেই
বলেছি, "ভালো থেকো"
শেষ দেখা, মাথা নত
বলেছো, "ভালো কি আমায় বাসো?"
জবাবে আমি না বুঝেই
বলেছি, "ভালো থেকো"
শেষ দেখা, মাথা নত
বলেছো, "ভালো কি আমায় বাসো?"
জবাবে আমি না বুঝেই
বলেছি, "ভালো থেকো"
0 মন্তব্যসমূহ