Sada Ronger Shopno | সাদা রঙের স্বপ্ন | Lyrics by Rafa ft.TOPU - Bangla Lyrics
Singer | Topu |
Music | Rafa |
Song Writer | Topu |
উড়ে এসে জুড়ে বসা কিছু মুখ,
আজ একই পথে হেঁটে চলে
অপরিচিতা পরিচয়ের মাঝে আজ, বন্ধুর বেশে
কেউ তাড়াতাড়ি তাড়াহুড়ো করে জীবনের মানে খোঁজে
কারো কারো আজ বয়সটা কম, তবু সহজেই সবই বোঝে
সাধারন জীবনের সাদা রঙ গল্পের মাঝে যা থাকে
ভালবাসা বিরহ হাসাহাসি দুঃখ সবই আছে
সবকিছু একসাথে দুর থেকে একবারে দেখে নিলে
জীবনটা অদ্ভুত সুন্দর অসাধারন তুমি বলবে
উড়ে এসে জুড়ে বসা কিছু মুখ,
আজ একই পথে হেঁটে চলে
অপরিচিতা পরিচয়ের মাঝে আজ, বন্ধুর বেশে
কেউ তাড়াতাড়ি তাড়াহুড়ো করে জীবনের মানে খোঁজে
কারো কারো আজ বয়সটা কম, তবু সহজেই সবই বোঝে
0 মন্তব্যসমূহ