Rupkothar Jogote lyrics (রুপকথার জগতে লিরিক্স) | Bangla Lyrics|

Rupkothar Jogote lyrics (রুপকথার জগতে লিরিক্স) | Bangla Lyrics| 

Rupkothar Jogote lyrics (রুপকথার জগতে লিরিক্স) | Bangla Lyrics|
কণ্ঠ: অবন্তি সিঁথী ও রেহান রাসুল
সুর ও সংগীত: সাজিদ সরকার
কথা: সোমেশ্বর অলি

কিছু কথার পিঠে কথা
তুমি ছুঁয়ে দিলেই মুখরতা
হাসি বিনিময় চোখে চোখে
মনে মনে রয় ব্যাকুলতা
আমায় ডেকো একা বিকেলে
কখনো কোনো ব্যথা পেলে
আমায় রেখো প্রিয় প্রহরে
যখনই মন ক্যামন করে
কোনো এক রূপকথার জগতে
তুমি তো এসেছো আমারই হতে
কোনো এক রূপকথার জগতে
তুমি চিরসাথী আমার, জীবনের এই পথে।।

কোথাও ফুটেছে ফুল
কোথাও ঝরেছে তারা
কোথাও কিছু নেই
তোমার আমার গল্প ছাড়া
তুমি আমার স্বপ্নসারথি
জীবনে তুমি সেরা সত্যি।।

সময় ফুরিয়ে যাক
প্রেমের কবিতা পড়ে
ছড়াও কিছু সুখ
যখন তোমার ইচ্ছে করে
তুমি আমার গল্প জোনাকি
তোমারই আশায় আশায় থাকি।।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ