Proticchobi Lyrics (প্রতিচ্ছবি লিরিক্স) by Warfaze - Bangla Lyrics
Band | Warfaze |
তুমি কি এখনও সারারাত জোসনা দেখ
তুমি কি এখনও আগের মতই গান লিখ
তুমি কি এখনও সারারাত জোসনা দেখ
তুমি কি এখনও আগের মতই গান লিখ
তোমার সে স্বপ্ন এখনও নতুন
নতুন দিনের হলো কি শুরু, নাকি শেষ
তুমি কি এখনও সে দিনের কথা মনে কর
তুমি কি এখনও আকাশের পানে চেয়ে সুর খোজ
নিঝুম রাতের তারারা কি এখনও তোমাকে খোজে
অশ্রুকণা গুলো কি এখনও বৃষ্টি হয়ে নামে
তোমার সে স্বপ্ন এখনও নতুন
নতুন দিনের হলো কি শুরু
তোমার ঐ চোখের মাঝে এখনো কি তারা হাসে
রাতের পাখিরা কি এখন তোমায় ডাকে
আলো নেই বলে কি
থেমে যাবে তোমার সবই
চেয়ে দেখ সে জোসনা
তাকিয়ে আছে
তোমার পানে
তুমি তো এখনও ঘুমিয়ে আছো
আমারি মাঝে
আয়নায় মোর প্রতিচ্ছবি
সে তো আমি নই... তুমি
0 মন্তব্যসমূহ