Pother Gaan Lyrics | পথের গান লিরিক্স | Networker Baire Flim Song - Bangla Lyrics

Pother Gaan Lyrics | পথের গান লিরিক্স | Networker Baire Flim Song - Bangla Lyrics

Pother Gaan Lyrics | পথের গান লিরিক্স | Networker Baire Flim Song - Bangla Lyrics
Singer Khayam Sanu Sandhi
Music Khayam Sanu Sandhi
Song Writer Khayam Sanu Sandhi

এই গান, পথের গান
পথে পথেই শেষ হয়ে যায়,
এই সুর, যাবে বহুদূর
সুরে সুরে তোমাকেই পায়,
এই কুয়াশা ভরা রাতের মাঝে
মন শুধু গানে ডুবে যায়,
এই কুয়াশা ভরা পথের শেষে
মন শুধু তোমাকেই চায়।

বন্ধুরা সব, করে কলরব
মিশে যাই এই বাতাসে,
আমাদের গান, জুড়াবে প্রাণ
যদি তুমি থাকো পাশে,
এই কুয়াশা ভরা রাতের মাঝে
মন শুধু গানে ডুবে যায়,
এই কুয়াশা ভরা পথের শেষে
মন শুধু তোমাকেই চায়।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ