Poran Bondhure Lyrics by Imran | পরাণ বন্ধুরে লিরিক্স |

Poran Bondhure Lyrics by Imran | পরাণ বন্ধুরে লিরিক্স | bangla lyrics 

Poran Bondhure Lyrics by Imran | পরাণ বন্ধুরে লিরিক্স | bangla lyrics
Singer Imran
Music IMRAN MAHMUDUL
Song Writer Kabir Bakul

পাখি খাঁচা ভেঙ্গে
উড়ে গেলে
আর আসে না
মেঘে এই চাঁদ
ঢেকে গেলে
রাত হাসে না..!

একদিন একবার
তোমাকে না দেখলে
হায়..! হায়..!
প্রান যায়রে...!

চোখেরই সামনে
তাই তুমি থাকোরে
এই মন তাই চাইরে।

পরান বন্ধুরে..!
তুমি যাইয়ো না দূরে।
দূরে গেলে প্রান পাখিটা
যাবেরে উড়ে..!

পরান বন্ধুরে..!
তুমি যাইয়ো না দূরে।
ভালোবাসা হয়ে তুমি
আছো মন জুড়ে..!

তুমি এতো বেশি অভিমানী
বুঝিনি আগে
শুধু ভুল করে ভুল বুঝো
এই আমাকে..!

সেই ভুলটা ভাঙাতে
করি বৃথা চেষ্টা, দিনটাই হয় নষ্ট
ভুল না করেও, নির্দোষ মনটা
একাকি পায় কষ্ট..!

পরান বন্ধুরে..!
তুমি যাইয়ো না দূরে।
দূরে গেলে প্রান পাখিটা
যাবেরে উড়ে..!

পরান বন্ধুরে..!
তুমি যাইয়ো না দূরে।
ভালোবাসা হয়ে তুমি
আছো মন জুড়ে..!

তোমাকে ভালোবেসে
হয়েছি বেহাল
তুমি কি কখনো তা
করেছো খেয়াল..!

মনে মনে নাম নেয়
দেখি চেয়ে সামনেই
তুমি আছো ঠাঁই দাড়িয়ে..!
দুটি হাত বাড়াতেই
দেখি ছুঁয়ে তুমি নেই
হাওয়া হয়ে যাও হারিয়ে..!

পরান বন্ধুরে..!
তুমি যাইয়ো না দূরে।
দূরে গেলে প্রান পাখিটা
যাবেরে উড়ে..!

পরান বন্ধুরে..!
তুমি যাইয়ো না দূরে।
ভালোবাসা হয়ে তুমি
আছো মন জুড়ে..!

পরান বন্ধুরে...
পরান বন্ধুরে...

পরান বন্ধুরে..!
তুমি যাইয়ো না দূরে।
দূরে গেলে প্রান পাখিটা
যাবেরে উড়ে..!

পরান বন্ধুরে..!
তুমি যাইয়ো না দূরে।
ভালোবাসা হয়ে তুমি
আছো মন জুড়ে..!

পরান বন্ধুরে...
পরান বন্ধুরে...
পরান বন্ধুরে...।।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ