Pagol(পাগল) Lyrics by SR Rabby - Bangla Lyrics

Pagol(পাগল) Lyrics by SR Rabby - Bangla Lyrics

Pagol(পাগল) Lyrics by SR Rabby - Bangla Lyrics
Singer SR Rabby
Music Khairul Islam Dipu
Song Writer SR Rabby

দুঃখের ভেতর আছি আমি
দুঃখ নামটাই আপন
সেও আমায় কইরা দিছে
তার মনেরি মতন

এখন কষ্টগুলো বাজায় বুকে
নীরব ভায়োলিন
তারে ছাড়া এই পাগলে
বাচবে কত দিন

প্রতি রাতে স্বপ্নগুলো
হইয়াছে উতালা
সেও নাকি অন্নের বুকে
তার মনেতে ভালা
আমার কথা ভাবলি নারে
তার কথাই ভাবলি
তবে কেন ভালবেসে
কলংকের দাগ দিলি রে
কলংকের দার দিলি

এখন কষ্টগুলো বাজায় বুকে
নীরব ভায়োলিন
এখন কষ্টগুলো বাজায় বুকে
নীরব ভায়োলিন
তারে ছাড়া এই পাগলে বাচবে কতদিন
তারে ছাড়া এই পাগলে বাচবে কতদিন

তরি আকাশ নীল ঘুড়িটা
উড়ছে বন্ধু কার
আমার আকাশ সাদা ধোয়া
চক্ষু দুইটা লাল রে
চক্ষু দুইটা লাল

ছিলাম তোমার চোখের আলো
হইছি আমি কালো
অন্ধকারে বুক পুড়ে আজ
তুমি থাকো ভালো রে
তুমি থাকো ভালো

এখন কষ্টগুলো বাজায় বুকে
নীরব ভায়োলিন
এখন কষ্টগুলো বাজায় বুকে
নীরব ভায়োলিন
তারে ছাড়া এই পাগলে বাচবে কতদিন
তারে ছাড়া এই পাগলে বাচবে কতদিন



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ