Oviman Lyrics By Nasir | অভিমান লিরিক্স | Bangla Lyrics

Oviman Lyrics By Nasir | অভিমান লিরিক্স | Bangla Lyrics

Oviman Lyrics By Nasir | অভিমান লিরিক্স | Bangla Lyrics
Singer Nasir
Composer Nasir

এ কেমন অভিমান পাখিরে
এ কেমন চলে যাওয়া পাখিরে (২)

সত্যি যদি যাবি চলে কেন গেলিনা একবার বলে
এমন করে গেলি যেথায় কেউ আসেনা ফিরে
এমন করে গেলি যেথায় কেউ আসেনা ফিরে

এ কেমন অভিমান পাখিরে
এ কেমন চলে যাওয়া পাখিরে

বুকের মাঝে মুখ লুকিয়ে করতি ডাকাডাকি
পড়লে মনে সয়না প্রানে ও সোয়াচান পাখি

যখন ভাবি অই সোনামুখ
ঝরে দুটি আখি রে, ও পাখিরে

এ কেমন অভিমান পাখিরে
এ কেমন চলে যাওয়া পাখিরে

ছেড়ে কভু যাবি না তুই কথা দিয়েছিলি
সেই আমারে একলা ফেলে কেমনে চলে গেলি

ভাবলি নারে তোরে ছাড়া বাচি বল কি করে
ও পাখিরে

এ কেমন অভিমান পাখিরে
এ কেমন চলে যাওয়া পাখিরে (২)

সত্যি যদি যাবি চলে কেন গেলিনা একবার বলে
এমন করে গেলি যেথায় কেউ আসেনা ফিরে
এমন করে গেলি যেথায় কেউ আসেনা ফিরে

এ কেমন অভিমান পাখিরে
এ কেমন চলে যাওয়া পাখিরে (২)



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ