Oshamajik Lyrics (অসামাজিক লিরিক্স) by Warfaze - Bangla Lyrics

Oshamajik Lyrics (অসামাজিক লিরিক্স) by Warfaze - Bangla Lyrics

Oshamajik Lyrics (অসামাজিক লিরিক্স) by Warfaze - Bangla Lyrics
Band Warfaze

জানালার বাহিরে দেখি কত রঙ কত উৎসব
পর্দার আড়ালে থেকে দেখি আমি সব
আসতেও চাইনা আমি বাহিরে মাঝে সবার
নিজেকেও ভাবিনা আমি তোমাদেরই আরেক জন
বিক্ষোভের ভাষা হারিয়ে উন্মাদ আমার মন
সবই মিছে তোমার তামাশা নিয়মের মুখোশে
হে সমাজ, আমি চাই না তোমার আশ্রয়
হে সমাজ, আমি হয়েছি আজ নির্ভয়
আমি দেখতে চাই আমার স্বকীয়তা
আমি থাকবো সবার ভিন্ন
হে সমাজ, আজ নেই যে মনে সংশয়
কত বেশি বদলে গেছে, সমাজের রীতিনীতি হায়
স্বার্থের ভূষণে মেকী সমাজসেবক নেতার দল
অপরাধ সবারই আছে, দেখে না দেখে সবাই
ঝঞ্ঝাট এড়িয়ে চলে সচকিত নাগরিক
একদিন হবে আমাদেরই জয়
থাকবে না আর মনে কারো কোন সংশয়
সেই দিন হবে পৃথিবী যে
আলো ঝরা হাসি গানে ভরা
হে সমাজ, আমি অন্ধকারে আর নয়
হে সমাজ, আমি করবো নাকো আর ভয়
আমি ভাঙ্গতে চাই সেই রীতিনীতি
যেথা অন্যায় হয় স্বীকৃত
হে সমাজ, আমি অন্ধকারে আর নয়
হে সমাজ, আমি চাই না তোমার আশ্রয়
হে সমাজ, আমি হয়েছি আজ নির্ভয়
আমি দেখতে চাই আমার স্বকীয়তা
আমি থাকবো সবার ভিন্ন
হে সমাজ, আজ নেই যে মনে সংশয়



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ