Onno Keu Thakbe Kachakachi Lyrics (অন্য কেউ থাকবে কাছাকাছি ) - Somlata & Anupam
| Singer | Somlata & Anupam |
| Singer | Shibasish Banerjee |
| Music | Anupam Roy |
| Song Writer | Arka Sinha |
ছুঁয়েছে হঠাৎ দিক প্রান্ত হাত
আজ এই শরীর
ছুঁয়েছে যখন খুঁজে পাইনি মন
ছুঁইনি গভীর
ছুঁয়েছে হঠাৎ দিক প্রান্ত হাত
আজ এই শরীর
ছুঁয়েছে যখন খুঁজে পাইনি মন
ছুঁইনি গভীর
আজ চারিদিকে ধুলো মাখা মাখি
নিজের মুখোশে নিজেকেই ঢাকি
পেয়ে হারানোর আফশোস
না না পেয়ে
আজ চারিদিকে ধুলো মাখা মাখি
নিজের মুখোশে নিজেকেই ঢাকি
পেয়ে হারানোর আফশোস
না না পেয়ে
আজ রাতে বলা হবে না আমি আছি
অন্য কেউ থাকবে কাছাকাছি
আজ রাতে বলা হবে না আমি আছি
অন্য কেউ থাকবে কাছাকাছি
হাওয়া লাগে গায়ে রঙ বদলায়
ন্যায় অন্যায় গুলো সবই মিলে মিশে যেতে চাই
উড়ে গেছে ঠোঁট স্বাদ নেই কোনো
চোখে সানগ্লাস মনে শুধু অভিনয় অভিনয়
হাওয়া লাগে গায়ে রঙ বদলায়
ন্যায় অন্যায় গুলো সবই মিলে মিশে যেতে চাই
উড়ে গেছে ঠোঁট স্বাদ নেই কোনো
চোখে সানগ্লাস মনে শুধু অভিনয় অভিনয়
হয়তো সে আজ তোমার বুকেই শোবে
জানি আজ রাতে অন্য কারোর হবে
ক্ষতি নেই মিথ্যে বলায় ভালো আছি
হয়তো সে আজ তোমার বুকেই শোবে
জানি আজ রাতে অন্য কারোর হবে
ক্ষতি নেই মিথ্যে বলায় বেঁচে আছি
আজ রাতে বলা হবে না আমি আছি
অন্য কেউ থাকবে কাছাকাছি
আজ রাতে বলা হবে না আমি আছি
অন্য কেউ থাকবে কাছাকাছি
0 মন্তব্যসমূহ