Obhabe Keno Lyrics (ওভাবে কেনো ) - Anupam Roy - Bangla Lyrics
| Singer | Anupam Roy |
| Singer | Anupam Roy |
| Music | Anupam Roy |
| Song Writer | Anupam Roy |
আলগা দিচ্ছি সুতো
পালিয়ে যাওয়ার ছুতো
রাখলে মনে ভালো
কে ফিরে তাকালো
এই কপালের দাগে
অনেক বছর আগে
ছিলাম তোমার পাশে
পুরোনো অভ্যাসে
শুধু আমার বুকের ভেতর
মৃত নদীর মত শীতে
আমি তোমার থেকে দূরে হেঁটে
চলে গেছি রোজ
ওভাবে কেন ডাকো আমাকে?
ওভাবে কেন ডাকো আমাকে?
রাগলে কেন তখন?
ভয় দেখানোর মতন
দুমড়ে গেলে কেমন
কান্না চেপে যেমন
ভুলতে পারা যাবে
আগে বলো কি হারাবে?
সব কি ফিরে আসে?
সেই পুরোনো অভ্যাসে
শুধু আমার বুকের ভেতর
মৃত নদীর মত শীতে
আমি তোমার থেকে দূরে হেঁটে
চলে গেছি রোজ
ওভাবে কেন ডাকো আমাকে?
ওভাবে কেন ডাকো আমাকে?
ওভাবে কেন ডাকো আমাকে?
ওভাবে কেন ডাকো আমাকে?
শুধু আমার বুকের ভেতর
মৃত নদীর মত শীতে
আমি তোমার থেকে দূরে হেঁটে
চলে গেছি রোজ
0 মন্তব্যসমূহ