O Amar Sokhi | ও আমার সখি | Lyrics by Ayub Bachchu
Singer | Ayub Bachchu |
ও আমার সখি...
জলের মাখামাখি...
ওরে ও আমার সখি
জলের মাখামাখি
ছেড়ে এবার ঘাটে আয়
ওলো সখি পরাণ আমার যায় রে যায়
ওলো সখি পরাণ আমার যায় রে যায়
ও আমার সখি
জলের মাখামাখি
ওরে ও আমার সখি
জলের মাখামাখি
ছেড়ে এবার ঘাটে আয়
ওলো সখি পরাণ আমার যায় রে যায়
ওলো সখি পরাণ আমার যায় রে যায়
<<<<....>>>>
ও জলের ভিতর রুপের আগুন ভাসে ছলছল
তোরে কাছে পাবার আশায় চক্ষু টলমল
জলের ভিতর রুপের আগুন ভাসে ছলছল
তোরে কাছে পাবার আশায় চক্ষু টলমল
তোরে পাবার আশায়
ওলো সখি পরাণ আমার যায় রে যায়
ওলো সখি পরাণ আমার যায় রে যায়
গাঙ্গের জলে তোরে পেয়ে খুশীর নাচন উঠে
আমার পরাণ জুড়ে শুধু এক বিরহ কাটে
গাঙ্গের জলে তোরে পেয়ে খুশীর নাচন উঠে
আমার পরাণ জুড়ে শুধু এক বিরহ কাটে
তোরে পাবার আশায়
ওলো সখি পরাণ আমার যায় রে যায়
ওলো সখি পরাণ আমার যায় রে যায়
ও আমার সখি...
জলের মাখামাখি..
ওরে ও আমার সখি
জলের মাখামাখি
ছেড়ে এবার ঘাটে আয়
ওলো সখি পরাণ আমার যায় রে যায়
ওলো সখি পরাণ আমার যায় রে যায়
ও আমার সখি
জলের মাখামাখি
ওরে ও আমার সখি
জলের মাখামাখি
ছেড়ে এবার ঘাটে আয়
ওলো সখি পরাণ আমার যায় রে যায়
ওলো সখি পরাণ আমার যায় রে যায়
ওলো সখি পরাণ আমার যায় রে যায়
ওলো সখি পরাণ আমার যায় রে যায়
0 মন্তব্যসমূহ