Nodir Buke Chad | নদীর বুকে চাঁদ | Lyrics - Ayub Bachchu - Bangla Lyrics

Nodir Buke Chad | নদীর বুকে চাঁদ | Lyrics - Ayub Bachchu - Bangla Lyrics

Nodir Buke Chad | নদীর বুকে চাঁদ | Lyrics - Ayub Bachchu - Bangla Lyrics


Singer Ayub Bachchu

নদীর বুকে চাঁদ পড়েছে
চাঁদ পড়েছে বন্ধুর গায়
ঢেউয়ে ঢেউয়ে নাচ উঠেছে
বন্ধু চড়ছে আমার নায়

নদীর বুকে চাঁদ পড়েছে
চাঁদ পড়েছে বন্ধুর গায়।
ঢেউয়ে ঢেউয়ে নাচ উঠেছে
বন্ধু চড়ছে আমার নায়

উথাল পাথাল এইকুল ওকুল
দুই কুলে কেহ নাই
নদীর পাঁড়ে কাশেরফুল
আকাশ বাইয়া পাখি যায়।

এই আমার দুই চোখে
তবু তোমার রুপের
চমকে চমকায়

নদীর বুকে চাঁদ পড়েছে
চাঁদ পড়েছে বন্ধুর গায়
ঢেউয়ে ঢেউয়ে নাচ উঠেছে
বন্ধু চড়ছে আমার নায়

নাও ছুটেছে ঢেউয়ে ঢেউয়ে
তুমি আমি সংগী নাই
জোড়াতালির ছেড়া পালে
দুষ্টু হাওয়া ঢেউ খেলায়

এই আমার দুই চোখে
তবু তোমার রুপের
চমকে চমকায়

নদীর বুকে চাঁদ পড়েছে
চাঁদ পড়েছে বন্ধুর গায়।
ঢেউয়ে ঢেউয়ে নাচ উঠেছে
বন্ধু চড়ছে আমার নায়

নদীর বুকে চাঁদ পড়েছে
চাঁদ পড়েছে বন্ধুর গায়।
ঢেউয়ে ঢেউয়ে নাচ উঠেছে
বন্ধু চড়ছে আমার নায়



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ