Neshar Nouka 6 ( নেশার নৌকা ৬ ) Lyrics by Gogon Sakib _ Bangla Lyrics
Singer | Gogon Sakib |
Music | Jami Ul Hasan |
Song Writer | Gogon Sakib & K Nayem |
ছিল নারে জানা আমার
নেশা কারে কয়
তোর ছলনায় নেশার সাথে
হইলো পরিচয় (2 বার)
বায়না ছিল তোর হৃদয়ের
বিন্দুর মত ছোঁয়া
ছোঁয়ার বদল দিয়া গেলি
নিকোটিনের ধোঁয়া
ওরে এতো ভালবাইসাও দিলে
মিলল না রে ঠাই
সেই দুঃখ ভুলিতে আমি
নেশার নৌকা বাই
আরে সেই দুঃখ ভুলিতে আমি
নেশার নৌকা বাই
যার লাগিয়া ধরলাম নেশা
নেয় নারে সে খোঁজ
ঠোঁটের ফাকে ধোঁয়া ঠিকই
ফুটায় হাসি রোজ (2 বার)
কাটছে তাহার দিন ভালোই
সুখে আছে বেশ
আমার চোখে অশ্রু মাখা
নাইরে দুঃখের শেষ
ওরে এতো ভালবাইসাও দিলে
মিলল না রে ঠাই
সেই দুঃখ ভুলিতে আমি
নেশার নৌকা বাই
আরে সেই দুঃখ ভুলিতে আমি
নেশার নৌকা বাই
আরে সেই দুঃখ ভুলিতে আমি
নেশার নৌকা বাই।।
0 মন্তব্যসমূহ