Nei Tumi Lyrics (নেই তুমি লিরিক্স) by Warfaze - Bangla Lyrics

Nei Tumi Lyrics (নেই তুমি লিরিক্স) by Warfaze - Bangla Lyrics

Nei Tumi Lyrics (নেই তুমি লিরিক্স) by Warfaze - Bangla Lyrics
Band Warfaze

জোছনার আলোর মত এসেছিলে তুমি
রংধনুর রং হয়ে এঁকেছিলে ছবি
হঠাৎ এক ঝড় এসে ভেঙে দিল সবি
মেঘে ঢেকে গেল আমার এই পৃথিবী
নিঃসঙ্গ আজ এই যে আমি
খুঁজে ফিরি আজও কোথায় তুমি
নদী যেমন মেশে মোহনায়
তেমনি আছ তুমি মনের আয়নায়
মনে পড়ে সেই দিনগুলো
আনমনে বলতে তুমি
যাবে না আমায় ফেলে কভু অন্য ভুবনে
হঠাৎ এক ঝড় এসে ভেঙে দিল সবি
মেঘে ঢেকে গেল আমার এই পৃথিবী
নিঃসঙ্গ আজ এই যে আমি
খুঁজে ফিরি আজও কোথায় তুমি
নদী যেমন মেশে মোহনায়
তেমনি আছ তুমি মনের আয়নায়
একসাথে কত তারাগোনা
অভিমানে নীরবতা
কখনো বা আবেগে শুধু জড়াতে আমায়
হঠাৎ এক ঝড় এসে ভেঙে দিল সবি
মেঘে ঢেকে গেল আমার এই পৃথিবী
নিঃসঙ্গ আজ এই যে আমি
খুঁজে ফিরি আজও কোথায় তুমি
নদী যেমন মেশে মোহনায়
তেমনি আছ তুমি মনের আয়নায়
জোছনার আলোর মত এসেছিলে তুমি
রংধনুর রং হয়ে এঁকেছিলে ছবি
হঠাৎ এক ঝড় এসে ভেঙে দিল সবি
মেঘে ঢেকে গেল আমার এই পৃথিবী
নিঃসঙ্গ আজ এই যে আমি
খুঁজে ফিরি আজও কোথায় তুমি
নদী যেমন মেশে মোহনায়
তেমনি আছ তুমি মনের আয়নায়



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ