Neel Megh Mashe Lyrics (ছায়াপথ ভুলে গেলে) Anupam Roy

Neel Megh Mashe Lyrics (ছায়াপথ ভুলে গেলে) Anupam Roy

Neel Megh Mashe Lyrics (ছায়াপথ ভুলে গেলে) Anupam Roy
Singer Anupam Roy
Song Writer Ansuman Chakraborty

ছায়াপথ ভুলে গেলে
চোখ মুছে
খসে তারা
ঝিলমিল শোক-মিছিল বের করে জোনাকিরা
শিরশিরে আদরের মাঝখানে
থেমে গেছে গল্পের ক্লাস
ঘামে ভেজা শরীর খুঁজতে গিয়েছে
রাতপাখিদের ইস্কুল-বাস
তবু ঝড়ের আলো আকাশে
বেজে ওঠে ওই নীল মেঘ মাসে
কৃষ্ণচূড়া
তবু ঝড়ের আলো আকাশে
বেজে ওঠে ওই নীল মেঘ মাসে
কৃষ্ণচূড়া
চাঁদ ডুবে গেলে
ভয় পেলে
পাখি ডাকে
একা বিছানাতে
ঘুমের ঠোঁট খোঁজে কাকে
মায়া মায়া জোছনায় শঙ্খ লেগে
মিলে মিশে ছিল দুটো ভুল
নোনাজল শুকিয়েছে তোর গালে
নিকোটিন চুষেছে আঙ্গুল
তবু ঝড়ের আলো আকাশে
বেজে ওঠে ওই নীল মেঘ মাসে
কৃষ্ণচূড়া
তবু ঝড়ের আলো আকাশে
বেজে ওঠে ওই নীল মেঘ মাসে
কৃষ্ণচূড়া
তবু ঝড়ের আলো আকাশে
বেজে ওঠে ওই নীল মেঘ মাসে
কৃষ্ণচূড়া
ভেজা ফুটপাথে
কোনো রাতে
পরী নামে
তার পালক জড়িয়ে যায়
ফেলে যাওয়া চ্যুইংগামে
আসমানী পালকের রক্তের ছিটে
বেঁচে গেছে চোর-বরাত
অল্প মাংস কিছু উপড়ে এসেছে
পরী ব্যথায় কেঁদেছে সারা-রাত
তবু ঝড়ের আলো আকাশে
বেজে ওঠে ওই নীল মেঘ মাসে
কৃষ্ণচূড়া
তবু ঝড়ের আলো আকাশে
বেজে ওঠে ওই নীল মেঘ মাসে
কৃষ্ণচূড়া
তবু ঝড়ের আলো আকাশে
বেজে ওঠে ওই নীল মেঘ মাসে
কৃষ্ণচূড়া



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ