Monta Obaddho lyrics |মনটা অবাধ্য লিরিক্স | Bangla Lyrics
Singer | Mahtim Shakib |
Singer | Shovon Roy |
Song Writer | Prosenjit Ojha |
ঘুম চলে যায়
তোমার চোখে বেড়াতে।
পারিনা তাকে কোন ভাবে ফেরাতে।
আমার এ মন তোমার মনের পাড়ায়
বোকাসোকা হয়ে আড়ালে আবডালে দাঁড়ায়।
তোমাকে ছোয়ার নেইতো আমার সাধ্য
দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য
মনটা অবাধ্য
হচ্ছে প্রায়শ
কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ।।
বায়ুবীয় প্রেম
আকাশ পাতাল সমতল।
বাস্তবতায় খাবী খায় শুধু
হারায় না তার মনোবল।। ২
তোমাকে ছোয়ার নেইতো আমার সাধ্য
দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য
মনটা অবাধ্য
হচ্ছে প্রায়শ
কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ।।
কেন যে তোমার সাথে
মনের এতো টান।
কথা হয় নাই দেখেছি শুধু
তবুও কিসের অভিমান।।
তোমাকে ছোয়ার নেইতো আমার সাধ্য
দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য
মনটা অবাধ্য
হচ্ছে প্রায়শ
কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ।।
0 মন্তব্যসমূহ