Moner Jore Cholche Deho lyrics ( মনের জোরে চলছে দেহ লিরিক্স ) Bangla song lyrics
Singer | Habib Wahid |
Singer | HABIB WAHID |
Song Writer | JEWEL MAHMUD |
মনের জোড়ে চলছে রে দেহ
দেহের ভেতর মন
সেই মনে আজ লাগছে ভালো রুপমনি কাঞ্চন
সে তো আসে যায়, সে তো আসে যায়
যার জন্যে চান্দে চান্দে এত চন্দ্রগ্রহণ
মনের জোড়ে চলছে রে দেহ
দেহের ভেতর মন
সেই মনে আজ লাগছে ভালো রুপমনি কাঞ্চন
সে তো আসে যায়, সে তো আসে যায়
যার জন্যে চান্দে-চান্দে এত চন্দ্রগ্রহণ
কাঁচা বাঁশের
কাঁচা বাঁশের খাচার ভেতর পঞ্চরশের মিল
চৌদরজায় মায়ার ক্ষরণ
এক দরজায় খিল রে, এক দরজায় খিল
সেই দরজা
সেই দরজা যাবে খুলে মিল দর্শন
সে তো আসে যায়, সে তো আসে যায়
যার জন্যে চান্দে-চান্দে এত চন্দ্রগ্রহণ
উজানে উজান, হায়!
উজানে উজান ভাঙে উজায় স্রোতধারা
সেই না ধারায় বন্ধুর চলন, দেহ পাগল পাড়া রে
দেহ পাগল পাড়া
দেহের ভিতর
দেহের ভিতর দেহের প্রহর খোঁজে আপন জন
সে তো আসে যায়, সে তো আসে যায়
যার জন্যে চান্দে-চান্দে এত চন্দ্রগ্রহণ
মনের জোড়ে চলছে রে দেহ
দেহের ভেতর মন
সেই মনে আজ লাগছে ভালো রুপমনি কাঞ্চন
সে তো আসে যায়, সে তো আসে যায়
যার জন্যে চান্দে-চান্দে এত চন্দ্রগ্রহণ
0 মন্তব্যসমূহ