Mone Pore Lyrics (মনে পরে লিরিক্স) by Warfaze - Bangla Lyrics

Mone Pore Lyrics (মনে পরে লিরিক্স) by Warfaze - Bangla Lyrics

Mone Pore Lyrics (মনে পরে লিরিক্স) by Warfaze - Bangla Lyrics
Band Warfaze

মনে পড়ে সেই রাতের কথা
তুমি আমি নদী তীরে একা বসে
কত যে গান
কত যে সুর
কত যে কথা
মনে পড়ে কি তোমারো
বলো না আমায়
তুমি বলো না
বলো না আমায়
তুমি বলো না
মনে পড়ে
সেই দিনের কথা
কেঁদেছিলে
আমিতো কখনো চাইনি
তোমায় কষ্ট দিতে
তুমি কি তা জানো না
বলো না আমায়
তুমি বলো না
বলো না আমায়
তুমি বলো না
জানি আমি তুমি যে আমার
তবু কেন দিশেহারা
ভাবি আমি তুমি যে পাশে
তবু কেন আছো দুরে..
জানি আমি এমনি জীবন
তবু জাগে মনে আশা
ভরে যাবে স্বপনে জীবন
যদি তুমি থাকো পাশে...



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ