MINAR | Baba Maar Jonno (বাবা মার জন্য) Lyrics
| Singer | Minar Rahman |
| Song Writer | Asif Iqbal |
কত পাপে বাড়ে বোঝা
চলি বাঁকা ভুলে সোজা
দমে দমে করি যে ভুল
মন কি হিসাব রাখে
দমে দমে করি যে ভুল
মন কি হিসাব রাখে
কিছু পুন্য জমে যদি
দিও বাবা মাকে
দিও বাবা মাকে
দুষ্ট সদা ঘিরে রাখে
মন্দ মনে মিশে থাকে
জেনে শুনে থাকি ভুলে
কোন মোহেরই টানে
পারো যদি ফেরাও মোরে
তোমার পথের পানে
তোমার পথের পানে
আমার ভালো চায় যারা
সুখে যেন থাকে তারা
আর যারা চায় মন্দ আমার
তাঁদের করো ক্ষমা
বাবা মায়ের জন্য তুমি
পুন্য রেখো জমা
পুন্য রেখো জমা

0 মন্তব্যসমূহ