Lukochuri Lyrics By Balam (এভাবে আর ডেকোনা)

Lukochuri Lyrics By Balam (এভাবে আর ডেকোনা)

Lukochuri Lyrics By Balam (এভাবে আর ডেকোনা)


Singer Balam

এভাবে আর ডেকো না
বাঁকা চোখে চেয়ো না
হরণ হয়ে যাবো
আমায় খুঁজে পাবে না
লুকোচুরি খেলো না, দিওনা যাতনা
মান অভিমান ভুলে
আমায় কাছে ডাকো না
প্রেম যমুনার মাতাল ডিঙায়
আমায় পার করো না
ঘুরে ঘুরে দিশেহারা
হলাম আমি दीवाना
সাঁঝের আঁধার ঘনায়
তোমার শীতল মায়ায়
সোহাগের শিহরনে
মায়া ডোরে বাঁধো না
লুকোচুরি খেলো না, দিওনা যাতনা
মান অভিমান ভুলে
আমায় কাছে ডাকো না
প্রেম যমুনার মাতাল ডিঙায়
আমায় পার করো না
ঘুরে ঘুরে দিশেহারা
হলাম আমি दीवाना
দখিনা হাওয়া দুলে
এলোমেলো তোমার চুলে
বৃষ্টির অঝোর ধারায়
আমায় সিক্ত করো না
লুকোচুরি খেলো না, দিওনা যাতনা
মান অভিমান ভুলে
আমায় কাছে ডাকো না
প্রেম যমুনার মাতাল ডিঙায়
আমায় পার করো না
ঘুরে ঘুরে দিশেহারা
হলাম আমি दीवाना
এভাবে আর ডেকো না
বাঁকা চোখে চেয়ো না
হরণ হয়ে যাবো
আমায় খুঁজে পাবে না
লুকোচুরি খেলো না, দিওনা যাতনা
মান অভিমান ভুলে
আমায় কাছে ডাকো না
প্রেম যমুনার মাতাল ডিঙায়
আমায় পার করো না
ঘুরে ঘুরে দিশেহারা
হলাম আমি दीवाना





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ