Ki Jala Dili Kolijay Lyrics | কি জ্বালা দিলি কলিজায় লিরিক্স by Samz Vai - Bangla Lyrics
Singer | Samz Vai |
Music | P. B. Rudro |
Song Writer | Samz Vai |
তোমার অন্ধ প্রেমে মন মজাইয়া
ছাড়লাম বাড়িঘর
সেই তুমি কেমন কইরা
হইয়া গেলা পর
যারে একটা পলক না দেখিলে
বুকে উঠে ঝড়
তারে ছাড়া কেমনে পার করিব
সারাজনম ভর
আমার বুকের ভেতর ব্যাথার কয়লা
নিভু নিভু জ্বলে রে
তোর বিরহের আগুন সারাগায়
আমার কেমনে সময় যায় বন্ধু
তোর অপেক্ষায় রে
আমার কেমনে সময় যায় বন্ধু
তোর আশায় আশায় রে
কি জ্বালা দিলি কলিজায়
যে তুই আমায় ছাড়া
কিছুই বুঝতি না
সে তুই কেমনে বুঝলি
স্বার্থপর হলেই তোর সুখ
এত বুঝ বুঝাইয়া
পাগল বানাইয়া আমারে
এখন কেমনে সারবে
তোরে ছাড়া
আমার এ অসূখ
মানুষ এত পাষান হয়
জানা ছিলনা আগে
আপন মানুষ ছিন্ন
করে রাগে অনুরাগে
আমার কেমনে সময় যায় বন্ধু
তোর অপেক্ষায় রে
আমার কেমনে সময় যায় বন্ধু
তোর আশায় আশায় রে
কি জ্বালা দিলি কলিজায়
আমার কেমনে সময় যায় বন্ধু
তোর অপেক্ষায় রে
আমার কেমনে সময় যায় বন্ধু
তোর আশায় আশায় রে
কি জ্বালা দিলি কলিজায়
নদী যেমন এপার ভাঙ্গে
ওপারে বসায় মেলা
সেই মেলায় তুই মনমাতাইলি
ভাইঙ্গা আমার বুক
কে জানে কার খবর নিতে
সবাই পারে দুঃখ দিতে
আমি ছুটি সূখের নেশায়
কোথায় রইল সুখ
কে হইল প্রিয় মানুষ
কে নিলো সুখ ভাগে
মায়া বড়ই অদ্ভুত
কারে কখন ভাললাগে
আমার কেমনে সময় যায় বন্ধু
তোর অপেক্ষায় রে
কি আগুন দিলি কলিজায়
আমার কেমনে সময় যায় বন্ধু
তোর আশায় আশায় রে
কি জ্বালা দিলি কলিজায়
আমার কেমনে সময় যায় বন্ধু
তোর অপেক্ষায় রে
কি আগুন দিলি কলিজায়
আমার কেমনে সময় যায় বন্ধু
তোর আশায় আশায় রে
কি জ্বালা দিলি কলিজায়
0 মন্তব্যসমূহ