Ki Jadu Korecho Bolona Lyrics | কি যাদু করেছ বলোনা লিরিক্স | Andrew Kishore | Konok Chapa - Bangla Lyrics

Ki Jadu Korecho Bolona Lyrics | কি যাদু করেছ বলোনা লিরিক্স | Andrew Kishore | Konok Chapa - Bangla Lyrics

Ki Jadu Korecho Bolona Lyrics | কি যাদু করেছ বলোনা লিরিক্স | Andrew Kishore | Konok Chapa - Bangla Lyrics


Singer Andrew Kishore & Konok Chapa
Music Ali Akram Shuvo

কি যাদু করেছো বলোনা
ঘরে আর থাকা যে হলনা
কি যাদু করেছো বলোনা
ঘরে আর থাকা যে হলনা
বুঝিনি কখন আমি হয়েছি তোমার
আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর
কি যাদু করেছো বলোনা
ঘরে আর থাকা যে হলনা.
বুঝিনি কখন আমি হয়েছি তোমার
আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর
কি যাদু করেছো বলোনা
ঘরে আর থাকা যে হলনা.
ঐ চোখে চোখ রেখে, অপলক দেখে দেখে
এ জিবন কেটে যেতে পাড়ে
বলোনা অমন করে, সুখে আমি যাব মরে
তোমারী বুকে বারে বারে
ঐ চোখে চোখ রেখে, অপলক দেখে দেখে
এ জিবন কেটে যেতে পাড়ে
বলোনা অমন করে, সুখে আমি যাব মরে
তোমারী বুকে বারে বারে
বুঝিনি কখন আমি হয়েছি তোমার
আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর
কি যাদু করেছো বলোনা.
ঘরে আর থাকা যে হলোনা.
ওওও অন্তরে অন্তরে শতো সাধনার পরে
দুটি মন মিলে গেছে এসে
বুঝিনা সাধনা আমি, এ জীবন হবে দামি
তোমাকেই ভালো বেসে বেসে
অন্তরে অন্তরে শতো সাধনার পরে
দুটি মন মিলে গেছে এসে
বুঝিনা সাধনা আমি, এ জীবন হবে দামি
তোমাকেই ভালো বেসে বেসে
বুঝিনি কখন আমি হয়েছি তোমার
আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর
কি যাদু করেছো বলোনা
ঘরে আর থাকা যে হলোনা.
কি যাদু করেছো বলোনা
ঘরে আর থাকা যে হলোনা.
বুঝিনি কখন আমি হয়েছি তোমার
আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর
কি যাদু করেছো বলোনা
ঘরে আর থাকা যে হলোনা



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ