Keno Eto Chai Toke Lyrics (কেন এত চাই তোকে ) Imran | Labiba - Lyrics

Keno Eto Chai Toke Lyrics (কেন এত চাই তোকে ) Imran | Labiba -  Lyrics

Keno Eto Chai Toke Lyrics (কেন এত চাই তোকে ) Imran | Labiba -  Lyrics
Singer Imran Mahmudul & Fairooj Labiba
Music Imran Mahmudul
Song Writer Robiul Islam Jibon

মাঝে মাঝে তোর কাছে
ফেলে আসি মন,
কেন এতো চাই তোরে
জানি না কারণ।

দু'চোখের কারসাজি
মন বলেছে রাজি,
কি করে আমি আর করবো বারণ।

মাঝে মাঝে তোর কাছে
ফেলে আসি মন,
কেন এতো চাই তোরে
জানি না কারণ।

ভাবনার বন্দরে তোর চলাচল
ভালোলাগে স্বপ্নে এই কোলাহল।
তোকে আকাশ করে চলেছি এ পথ ধরে
হওয়াতে শুনি তোর কথোপকথন।

মাঝে মাঝে তোর কাছে
ফেলে আসি মন,
কেন এতো চাই তোরে
জানি না কারণ।

প্রতিদিন বেড়ে যায় তোর মায়াজাল
প্রেমের ঘোরে আমি হই বেসামাল।
তোকে আকাশ করে চলেছি এ পথ ধরে
হওয়াতে শুনি তোর কথোপকথন।

মাঝে মাঝে তোর কাছে
ফেলে আসি মন,
কেন এতো চাই তোরে
জানি না কারণ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ