Kagoje Mawgoje Lyrics (কাগজে মগজে) | Rupam Islam | Anupam Roy

Kagoje Mawgoje Lyrics (কাগজে মগজে) | Rupam Islam | Anupam Roy

Kagoje Mawgoje Lyrics (কাগজে মগজে) | Rupam Islam | Anupam Roy


Singer Anupam Roy & Rupam Islam
Singer Anupam Roy
Music Anupam Roy
Song Writer Anupam Roy

কাগজে মগজে আমার
তিন রাত্তির পুরনো খাবার
কত কি আছে হারাবার ভাবছি
আকাশ বেয়ে নামছে নদী
আমার কাছে থাকত যদি
যন্ত্রণা সব মেপে রাখার যন্ত্র
মেঘ নামিয়ে মাঝরাতে
আমি যুদ্ধ করি কার সাথে
আমি মিলিয়ে যেতে চাই কারো ছায়ায়
খুঁজে পেতে দাও আমায় সেই ভোর
আমি যার গন্ধ নিতে চাই
আলোয় আলোয় আলোয় ঢাকুক সে চোখ
খুঁজে পেতে দাও আমায় সেই প্রাণ
আমি যাকে আদর করতে চাই
আলোয় আলোয় আলোয় ঢাকুক সে চোখ
অসুস্থ শরীরে ক্ষত
উড়ছে পোকা ডানা যত
শুকোচ্ছে না এখনো কেন ভাবছি
ভাঙ্গতে গিয়েও পরছি ধরা
বালিশ চাদর ভুলে ভরা
আগুন জ্বেলে পুড়িয়ে ফেলা স্বত্তা
মেঘ নামিয়ে মাঝরাতে
আমি যুদ্ধ করি কার সাথে
আমি মিলিয়ে যেতে চাই কারো ছায়ায়
খুঁজে পেতে দাও আমায় সেই ভোর
আমি যার গন্ধ নিতে চাই
আলোয় আলোয় আলোয় ঢাকুক সে চোখ
খুঁজে পেতে দাও আমায় সেই প্রাণ
আমি যাকে আদর করতে চাই
আলোয় আলোয় আলোয় ঢাকুক সে চোখ
কাগজে মগজে আমার



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ