Jononi Lyrics (জননী লিরিক্স) by Warfaze - Bangla Lyrics

Jononi Lyrics (জননী লিরিক্স) by Warfaze - Bangla Lyrics

Jononi Lyrics (জননী লিরিক্স) by Warfaze - Bangla Lyrics
Band Warfaze

আকাশ জুড়ে কি সুন্দর তারা
হীরের অলংকারের উপরে রূপসী
চাঁদের আলোয় মৃদু ঠান্ডা হাওয়া
গাছের ছায়ায় গভীর মায়া
এই সবই তো সুন্দর
এ জীবনের আনন্দ
তার থেকেও সুন্দর আমার মা
আকাশ জুড়ে কি সুন্দর তারা
হীরের অলংকারের উপরে রূপসী
মাগো মাগো মা
এই পৃথিবীর এত আলো
এত যে সুন্দর
জীবনের স্পন্দনে এত আনন্দ
জেনেছি সে তো শুধু তোমারি জন্য
ওগো মা
চাঁদের আলোয় মৃদু ঠান্ডা হাওয়া
গাছের ছায়ায় গভীর মায়া
মাগো মাগো মা
এই পৃথিবীর এত আলো
এত যে সুন্দর
জীবনের স্পন্দনে এত আনন্দ
জেনেছি সে তো শুধু তোমারি জন্য
ওগো মা
সাগরের নীলে প্রশান্তির ছোঁয়া
এলোমেলো ঢেউ এ দামাল হাওয়া
গানচিলের ঘরে ফেরার ডাকে
সূর্য ডুবে সাগরের বুকে
এই সবই তো সুন্দর
এ জীবনের আনন্দ
তার থেকেও সুন্দর আমার মা



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ