Jani Pabona Lyrics by Imran Mahmudul (জানি পাবনা) - Bangla Lyrics

Jani Pabona Lyrics by Imran Mahmudul (জানি পাবনা) - Bangla Lyrics

Jani Pabona Lyrics by Imran Mahmudul (জানি পাবনা) - Bangla Lyrics
Singer Imran & Shithee Sarker
Music Imran Mahmudul
Song Writer Snahashish Ghosh

পেয়ে হারালাম দেবে কে দাম
ভেঙে যাওয়া এই ভালোবাসার,
থাকবে হৃদয়ে বিষফোঁড়া হয়ে
বয়ে বেড়াবো যন্ত্রনা ব্যেথার,
আর কি কখনো একফোঁটা স্বপ্ন
সাহসটা পাবো দেখার জন্য,
জানি পাবোনা, জানি পাবোনা।
পেয়ে হারালাম দেবে কে দাম
ভেঙে যাওয়া এই ভালোবাসার,
থাকবে হৃদয়ে বিষফোঁড়া হয়ে
বয়ে বেড়াবো যন্ত্রনা ব্যেথার।।

চলতে গিয়ে পথে যদি আবার
দেখা হয়ে যায় তোমার আমার,
মুখ ফিরিয়ে চলে যাবে জানি
হয়তো পাশে থাকবে কেউ আর,
তোমাকে ছোঁয়ার আর অধিকার
জানি পাবোনা, জানি পাবোনা।

পেয়ে হারালাম দেবে কে দাম
ভেঙ্গে যাওয়া এই ভালোবাসার,
থাকবে হৃদয়ে বিষফোঁড়া হয়ে
বয়ে বেড়াবো যন্ত্রনা ব্যেথার।।

যে হাত তোমার ছোঁয়ায় মাখা
অন্য হাতে তা যায় কি রাখা,
বাকিটা জীবন হবে যে তাই
তুমি হীনা একা থাকা,
পাশাপাশি চলার অধিকার
জানি পাবো না, জানি পাবো না।

পেয়ে হারালাম দেবে কে দাম
ভেঙ্গে যাওয়া এই ভালোবাসার,
থাকবে হৃদয়ে বিষফোঁড়া হয়ে
বয়ে বেড়াবো যন্ত্রনা ব্যেথার।।
আর কি কখনো একফোঁটা স্বপ্ন
সাহসটা পাবো দেখার জন্য,
জানি পাবোনা, জানি পাবোনা।
পেয়ে হারালাম দেবে কে দাম
ভেঙে যাওয়া এই ভালোবাসার,
থাকবে হৃদয়ে বিষফোঁড়া হয়ে
বয়ে বেড়াবো যন্ত্রনা ব্যেথার।।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ