Iccher Ghuri ( ইচ্ছের ঘুড়ি ) Lyrics by Fuad ft. Topu - তপু/ তৃনা Lyrics

Iccher Ghuri ( ইচ্ছের ঘুড়ি ) Lyrics by Fuad ft. Topu - তপু/ তৃনা Lyrics

Iccher Ghuri ( ইচ্ছের ঘুড়ি ) Lyrics by Fuad ft. Topu - তপু/ তৃনা Lyrics
শিল্পীঃ তপু/ তৃনা
অ্যালবামঃ বন্ধু ভাবো কি (Fuad ft Topu)

জানি সত্য নয় শুধু কল্পনায়
ইচ্ছের ঘুড়ি আমরাই উড়াই
স্বপ্ন গুলো সত্যি হবে তারি অপেক্ষায়
জানি সত্য নয় শুধু কল্পনায়
অল্প কিছু কথা আর একটু ভালবাসা
দুঃখ পেলেও মনে নতুন এক আশা
এর মাঝেই জয় পরাজয় এর মাঝেই পাওয়া
কেটে যায় সময় এর মাঝেই আমরা
জানি সত্য নয় শুধু কল্পনায়
ইচ্ছের ঘুড়ি আমরাই উড়াই
আঁধার রাতে আমরা জোনাকি
আলোকিত পৃথিবীর চাঁদ হয়েছি সাথী
অচেনা পথে শত বাধা পেরিয়ে
এগিয়ে যেতে ইচ্ছে করে
জানি সত্য নয় শুধু কল্পনায়
ইচ্ছের ঘুড়ি আমরাই উড়াই
তুমি অনন্যা অসমাপ্ত এক ছবি
গড়ব তোমায় নতুন করে তুমি পৃথিঁবী
নতুনের ভিড়ে পুরোনোকে আপন করে
দেখব তোমায় অন্য এক ভোরে
জানি সত্য নয় শুধু কল্পনায়
ইচ্ছের ঘুড়ি আমরাই উড়াই
স্বপ্ন গুলো সত্যি হবে তারি অপেক্ষায়
জানি সত্য নয় শুধু কল্পনায়



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ