Hridoy Niye Chinimini Lyrics -Samz vai ( হৃদয় নিয়ে ছিনিমিনি লিরিক্স ) - Bangla Lyrics
Singer | Samz Vai |
Music | D&M Entertainment |
তুই আমার ছিলি রে পাগলি,আমার ছিলি
কোন কারণে ছাইড়া বুকে দাগা দিলি (২)
আমার হৃদয় নিয়া তুই খেল্লি ছিনিমিনি
আমার হৃদয় নিয়া তুই খেল্লি ছিনিমিনি
অমূল্য এই ভালোবাসা কি দিয়া কিনি
আমি অমূল্য এই ভালোবাসা কি দিয়া কিনি
পরাণ আমার তোর ছোবলে হয়ে গেছে নীল
কেন রে তুই এমন করে ভেঙ্গে দিলি দিল (২)
তোর কারনে দিশেহারা হইলাম প্রেমের ঋণী
আমার হৃদয় নিয়া তুই খেল্লি ছিনিমিনি
আমার হৃদয় নিয়া তুই খেল্লি ছিনিমিনি
অমূল্য এই ভালোবাসা কি দিয়া কিনি
আমি অমূল্য এই ভালোবাসা কি দিয়া কিনি
ইচ্ছে করে তুই আমারে এত আঘাত দিলে
হৃদয় জুড়ে ভূমিকম্প কারণ ছারাই দোলে
ভুলতে তোরে পারব নারে এইটা আমি জানি
আমার হৃদয় নিয়া তুই খেল্লি ছিনিমিনি
আমার হৃদয় নিয়া তুই খেল্লি ছিনিমিনি
অমূল্য এই ভালোবাসা কি দিয়া কিনি
আমি অমূল্য এই ভালোবাসা কি দিয়া কিনি
অমূল্য এই ভালোবাসা কি দিয়া কিনি
আমি অমূল্য এই ভালোবাসা কি দিয়া কিনি
0 মন্তব্যসমূহ