Hawai Hawai Dolna Dole Lyrics | হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে লিরিক্স | Habib | Nancy - Bangla Lyrics
| Singer | Habib Wahid And Nancy |
| Music | Habib Wahid |
| Song Writer | Jewel Mahmud |
হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে
সুরের ডানা মেলে
তোমার মনের উঠান, লেপে দেব
সাজিয়ে দেব ফুলে, তুমি এস,
তবু এস, ভালবেসে ।।
খেয়ালি শিশির লুটাবে তাই
আঁচল টেনেছে মেঘে
তোমারই জন্যে শুধু তোমার জন্যে
গোধূলি আকাশ লাজুক লাজুক
সন্ধ্যা এখনও জেগে
তোমার জন্যে শুধু তোমার জন্যে
আমি সেই সুখে আজ
ফেলেছি নোঙর আবেগ জড়ানো কূলে
তুমি এস, তবু এস ভালবেসে।
রাত নিঝুম জোনাক নাচে
চন্দন টিপ মেখে
তোমার জন্য শুধু তোমার জন্য
পদ্ম রাঙা ঝিলের ডালায়
চাঁদ যে কাব্য লেখে
তোমার জন্য শুধু তোমার জন্য
আমি সেই সুখে আজ, স্বপ্নলোকের,
দুয়ার দিয়েছি খুলে, তুমি এস
তবু এস ভালবেসে।
হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে
সুরের ডানা মেলে
তোমার মনের উঠান, লেপে দেব
সাজিয়ে দেব ফুলে, তুমি এস,
তবু এস, ভালবেসে ।
0 মন্তব্যসমূহ