ঘর বান্ধিলাম প্রাণ বন্ধুর সনে লিরিক্স | Ghor Bandhilam Pran Bondhur Sone Lyrics | Bangla song Lyrics
Singer | Saif Zohan |
Music | Shovon Roy |
Song Writer | Radharaman Dutta |
কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া।
ঘর বাঁধিলাম প্রাণ বন্ধের সনে
কত কথা ছিল মনে গো।।
ভাঙ্গিল আদরের জোড়া।।
কোনজন বাদী হইয়া।
জ্বলে গইয়া গইয়া।
কথা ছিল সঙ্গে নিব
সঙ্গে আমায় নাহি নিল গো।।
রাধারমন ভবে রইল ।।
জিতে মরা হইয়া।
জ্বলে গইয়া গইয়া।
0 মন্তব্যসমূহ