Ekti Chele Lyrics (একটি ছেলে লিরিক্স) by Warfaze - Bangla Lyrics

Ekti Chele Lyrics (একটি ছেলে লিরিক্স) by Warfaze - Bangla Lyrics

Ekti Chele Lyrics (একটি ছেলে লিরিক্স) by Warfaze - Bangla Lyrics
Band Warfaze

একটি ছেলে হাঁটছে একা, ঝর্ণা ধোঁয়া ছোট্ট পথে
বৃষ্টি ভেজা হাল্কা রোদে, জানে না জীবন কাকে বলে
পাহাড়ি শ্যামল ছায়া, জীবন তার স্বপ্নে ঘেরা
কোত্থেকে এক ঝড়ো হাওয়া, ভেসে নিয়ে গেল তাকে
চারিদিকে সব নেকড়ে দল, আখড়ে ধরে শক্ত করে
কুৎসিত সব গর্জনে ভেঙ্গে দেয়, ভেঙ্গে দেয় স্বপ্ন
ওই তার ছোট্ট আপন, ভালবাসার নিবিড় বাঁধন
ভেসে গেল ছবিগুলো, জানে না জীবন সে চেনে না
মরুময় তপ্ত বুকে, মরীচিকার মিছে আশা
ছুটে গিয়ে দেখতে পেল, হায়! হায়! হায়! হায়!
চারিদিকে সব শকুনের দল, অপেক্ষায় মাথার উপর
নৃশংস দৃষ্টি নিয়ে ভেঙ্গে দেয়, ভেঙ্গে দেয় স্বপ্ন
একটি ছেলে হাঁটছে একা, ঝর্ণা ধোঁয়া ছোট্ট পথে
বৃষ্টি ভেজা হাল্কা রোদে, জানে না জীবন কাকে বলে
পাহাড়ি শ্যামল ছায়া, জীবন তার স্বপ্নে ঘেরা
কোত্থেকে এক ঝড়ো হাওয়া, ভেসে নিয়ে গেল তাকে
চারিদিকে সব নেকড়ে দল, আখড়ে ধরে শক্ত করে
কুৎসিত সব গর্জনে ভেঙ্গে দেয়, ভেঙ্গে দেয় স্বপ্ন
অথচ কতো সুন্দর হতে পারত এ জীবন
শকুন যদি হত শান্তির পায়রা
অথচ কতো সুন্দর হতে পারত এ জীবন
নেকড়ে যদি হত হরিণের অঞ্জন
ও...
তবুও দেখো নেকড়ে দল, তবুও দেখো শকুনের দল
জীবনের নামে কালবৈশাখ ভেঙ্গে দেয়, ভেঙ্গে দেয় স্বপ্ন
একটি ছেলে হাঁটছে একা, ঝর্ণা ধোঁয়া ছোট্ট পথে
বৃষ্টি ভেজা হাল্কা রোদে, জানে না জীবন কাকে বলে
পাহাড়ি শ্যামল ছায়া, জীবন তার স্বপ্নে ঘেরা
কোত্থেকে এক ঝড়ো হাওয়া, ভেসে নিয়ে গেল তাকে
চারিদিকে সব নেকড়ে দল, আখড়ে ধরে শক্ত করে
কুৎসিত সব গর্জনে ভেঙ্গে দেয়, ভেঙ্গে দেয় স্বপ্ন
ও...



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ