Eka Ekela Mon Lyrics (একা একেলা মন) Chirodini Tumi Je Amar 2 | Arijit Singh

Eka Ekela Mon Lyrics (একা একেলা মন) Chirodini Tumi Je Amar 2 | Arijit Singh

Eka Ekela Mon Lyrics (একা একেলা মন) Chirodini Tumi Je Amar 2 | Arijit Singh
Singer Arijit Singh
Music Jeet Gannguli
Song Writer Prasen

একা একেলা মন
চিনেছে মন কেমন
চিনেছে মন কেমন
কিনেছে মন কেমন
একা একেলা মন
চিনেছে মন কেমন
চিনেছে মন কেমন
কিনেছে মন কেমন
ভাবনা তোমারই ঘিরেছে আমায়
কেন অকারণ
আনমনা মন কেমন
মনমরা মন কেমন
একা একেলা মন
ছায়া পেলে তোমার ছুঁয়ে গেছি তোমায়
তুমি হেঁটে গেলে
ভেঙেচুরে আমি বসে আছি দেখো
তুমি আসবে বলে
হো ছায়া পেলে তোমার ছুঁয়ে গেছি তোমায়
তুমি হেঁটে গেলে
ভেঙেচুরে আমি বসে আছি দেখো
তুমি আসবে বলে
মুখের আদলে কত কি যে বলে
হারালে এখন
আনমনা মন কেমন
মনমরা মন কেমন
একা একেলা মন
কিছু আশা বাকি, ভালোবাসা বাকি
আরও কত কী যে
ফিরে এসো কাছে, কথা জমে আছে
হাজার বৃষ্টি ভিজে
হো কিছু আশা বাকি, ভালোবাসা বাকি
আরও কত কী যে
ফিরে এসো কাছে, কথা জমে আছে
হাজার বৃষ্টি ভিজে
আশেপাশে চলো, তবুও না বলো
হলো কী এমন?
আনমনা মন কেমন
মনমরা মন কেমন
একা একেলা মন
চিনেছে মন কেমন
চিনেছে মন কেমন
কিনেছে মন কেমন
ভাবনা তোমারই ঘিরেছে আমায়
কেন অকারণ
আনমনা মন কেমন
মনমরা মন কেমন
একা একেলা মন



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ