Ek Paye Nupur Amar (এক পায়ে নূপুর আমার) Lyrics by Topu & Anila - Bangla Lyrics

Ek Paye Nupur Amar (এক পায়ে নূপুর আমার) Lyrics by Topu & Anila - Bangla Lyrics

Ek Paye Nupur Amar (এক পায়ে নূপুর আমার) Lyrics by Topu & Anila - Bangla Lyrics


Singer Topu

এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি
এক পাশে সাগর এক পাশে বালি
আমার ছোট তরী বলো- যাবে কি?
আমার ছোট তরী বলো- যাবে কি?
বলবো না আকাশের চাঁদ এনে দেব
বলবো না তুমি রাজকন্যা
শুধু জিজ্ঞেস করে
দেবে কি পাড়ি হোক যত ঝড়বন্যা?
এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি
এক পাশে সাগর এক পাশে বালি
আমার ছোট তরী বলো- যাবে কি?
আমার ছোট তরী বলো- যাবে কি?
নয় মিছে আশা, নয় শুধু ভালোবাসা
নই অকারণ প্রেমে অন্ধ
জানি তুমি-আমি আমাদের তরী
আজব এক বন্ধুত্ব
আমার ছোট তরী বলো- যাবে কি?
আমার ছোট তরী বলো-
চাঁদের আলো আজ যদি ভাল লাগে
কালো হয়ে যায় ঝাপসা
তোমার এ তরী যদি চলে যায়
ফিরে আর আসবে না
যত ভালোবাসি তারে
দূরে রয়ে যাবে
তা কি তুমি জানোনা?
এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি
এক পাশে সাগর এক পাশে বালি
আমার ছোট তরী বলো- যাবে কি?
আমার ছোট তরী বলো- যাবে কি?
আমার ছোট তরী বলো- যাবে কি?
আমার ছোট তরী বলো- যাবে কি?
আমার ছোট তরী বলো- যাবে কি?
আমার ছোট তরী বলো- যাবে কি?



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ