EK Mutho Roddur || এক মুঠো রোদ্দুর || Balam || Lyric

EK Mutho Roddur || এক মুঠো রোদ্দুর || Balam || Lyrics

EK Mutho Roddur || এক মুঠো রোদ্দুর || Balam || Lyrics


Singer Balam
Song Writer T I Antor

এক মুঠো রোদ্দুর হাতে
এক আকাশ নীল
আজ তোমার জন্য ব্যস্ত শহরে
চলছে ভালোবাসার মিছিল
শুধু তোমার জন্য
প্রেমের জোয়ারে ভাসল দুকূল
শুধু তোমার জন্য
প্রেমের জোয়ারে ভাসল দুকূল
এক মুঠো রোদ্দুর হাতে
এক আকাশ নীল
রাতের আকাশ জাগে
তারার চাদরে
বৃষ্টিভেজা বাতাস বহে
রাতের আদরে
পাহাড়ে পাহাড়ে
ফুটল বনফুল
শুধু তোমার জন্য
প্রেমের জোয়ারে ভাসল দুকূল
শুধু তোমার জন্য
প্রেমের জোয়ারে ভাসল দুকূল
এক মুঠো রোদ্দুর হাতে
এক আকাশ নীল
পিচ ঢালা পথে রাঙালো
কৃষ্ণচূড়া ফুল
তুমি আসবে বলে
সাজল পথ
অকূল আমার এ প্রাণ
হলো ব্যাকুল
শুধু তোমার জন্য
প্রেমের জোয়ারে ভাসল দুকূল
শুধু তোমার জন্য
প্রেমের জোয়ারে ভাসল দুকূল
এক মুঠো রোদ্দুর হাতে
এক আকাশ নীল
ও-আহ
ও-আহ
রে-রে না-রে না
রে-রে না
রে-রে না ওহ
রে-রে-রা-রে না
ওহ
ও-ও-ও-হো



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ