EK Mutho Roddur || এক মুঠো রোদ্দুর || Balam || Lyrics
Singer | Balam |
Song Writer | T I Antor |
এক মুঠো রোদ্দুর হাতে
এক আকাশ নীল
আজ তোমার জন্য ব্যস্ত শহরে
চলছে ভালোবাসার মিছিল
শুধু তোমার জন্য
প্রেমের জোয়ারে ভাসল দুকূল
শুধু তোমার জন্য
প্রেমের জোয়ারে ভাসল দুকূল
এক মুঠো রোদ্দুর হাতে
এক আকাশ নীল
রাতের আকাশ জাগে
তারার চাদরে
বৃষ্টিভেজা বাতাস বহে
রাতের আদরে
পাহাড়ে পাহাড়ে
ফুটল বনফুল
শুধু তোমার জন্য
প্রেমের জোয়ারে ভাসল দুকূল
শুধু তোমার জন্য
প্রেমের জোয়ারে ভাসল দুকূল
এক মুঠো রোদ্দুর হাতে
এক আকাশ নীল
পিচ ঢালা পথে রাঙালো
কৃষ্ণচূড়া ফুল
তুমি আসবে বলে
সাজল পথ
অকূল আমার এ প্রাণ
হলো ব্যাকুল
শুধু তোমার জন্য
প্রেমের জোয়ারে ভাসল দুকূল
শুধু তোমার জন্য
প্রেমের জোয়ারে ভাসল দুকূল
এক মুঠো রোদ্দুর হাতে
এক আকাশ নীল
ও-আহ
ও-আহ
রে-রে না-রে না
রে-রে না
রে-রে না ওহ
রে-রে-রা-রে না
ওহ
ও-ও-ও-হো
0 মন্তব্যসমূহ