Dukkho Akhon Jibone Lyrics (দুঃখ এখন জীবনে) by Samz Vai - Bangla Lyrics
Singer | Samz Vai |
Music | Real Ashique |
Song Writer | Piyash Ahamed |
ভুলে যদি যাবি রে তুই
স্বপ্ন কেনো দেখাইলি
ভাংবি যদি আমার এ মন
ভাল কেন বাসিলি
তোরে ভালবাইসা আমার দুঃখ
আমার জীবনে
তুই ও কাদবি ঠিকি একদিন গোপনে
মুখে হাসি বুকে কান্না
এই নিয়ে বেচে আছি
মুখে হাসি বুকে কান্না
এই নিয়ে বেচে আছি
তবু তোরে যায়না ভোলা
ওরে ও পাসানি
দুঃখ দিয়া পাবি না তুই
একফোটা সুখ জীবনে
তুই ও কাদবি ঠিকি একদিন গোপনে
তুই ও কাদবি ঠিকি একদিন গোপনে
তুই ও কাদবি ঠিকি একদিন গোপনে
ভালোবসার এই খেলাতে
দিলি কিযে যন্ত্রনা
বলনারে তুই আমায় ভুলে
পেলি কি যে সান্তনা
বুকের ভিতর এত জালা
সয়না আর পরাণে
তুই ও কাদবি ঠিকি একদিন গোপনে
তুই ও কাদবি ঠিকি একদিন গোপনে (২)
0 মন্তব্যসমূহ