Dukhini Dukhkho Korona ( দুখিনী দুঃখ করোনা ) Lyrics - James

Dukhini Dukhkho Korona ( দুখিনী দুঃখ করোনা ) Lyrics - James 

Dukhini Dukhkho Korona ( দুখিনী দুঃখ করোনা ) Lyrics - James


Singer James

চেয়ে দেখো
উঠেছে নতুন সূর্য
পথে পথে রাজপথে
চেয়ে দেখো রংয়ের খেলা
ঘরে বসে থেকে লাভ কী বলো
এসো চুল খুলে পথে নামি
এসো উল্লাস করি
দুঃখিনী দুঃখ করো না
দুঃখিনী
দুঃখিনী
আঁধারের সিঁধ কেটে আলোতে এসো
চোখের বোরখা নামিয়ে
দেখো জোছনার গালিচা
ঘর ছেড়ে তুমি বাইরে এসো
চেয়ে দেখো রংধনু
চেয়ে দেখো সাত রং
দুঃখিনী দুঃখ করো না
দুঃখিনী
দুঃখিনী
মিছিলের ভিড় ঠেলে সামনে এসো
দুঃখের পৃষ্ঠা উল্টে
দেখো স্বপ্নের বাগিচা
ঘরে বসে থেকে লাভ কী বলো
এসো হাতে হাত রাখি
এসো গান করি
দুঃখিনী দুঃখ করো না
দুঃখিনী
দুঃখিনী
দুঃখিনী দুঃখ করো না
দুঃখিনী
দুঃখিনী
দুঃখিনী দুঃখ করো না
দুঃখিনী
দুঃখিনী



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ