Dohon Jala Lyrics by Jesan Ovi । দহন জ্বালা লিরিক্স । জিসান অভি - Bangla Lyrics

Dohon Jala Lyrics by Jesan Ovi । দহন জ্বালা লিরিক্স । জিসান অভি - Bangla Lyrics

Dohon Jala Lyrics by Jesan Ovi । দহন জ্বালা লিরিক্স । জিসান অভি - Bangla Lyrics
Singer :Jesan Ovi
Music :Ayash khan
Song Writer :Jesan Ovi

তোমার মনে আমার এ মন
কেন তুমি বুঝনা
আমি আছি তোমার পাশে
কেনো তুমি খুজোনা

হৃদয় খানা মোর মরুভুমি
বালুর চরায় ভরা
তাই বুঝি সুখ হাসি ঠাট্টায়
দিচ্ছে আমায় ধরা

ও ও দহন জ্বালায় বুক পোড়া ছাই
বুকে মাঝে উড়ে
এ মন আমার বাথার সাগর
হইল বিশ্ব জুড়ে

Rap-
আমি ছিলাম অনেক ভালো
ভালো থাকতে দিলি না
হঠাৎ’ চইলা গেলি দূরে
আমার খবর নিলি না
থাক দূরে গিয়া ভালা
আরতো তোরে ডাকুম না
এখন নিজের মতই চলি
কারো কথা ভাবি না
পড়ালেখা সবতো গেছে
কিন্তু আশা ছাড়ি না
তোরে ভুলে থাকতে চাই
কিন্তু ভুলতে পারি না
সপ্নে দেখি তোরি ছবি
ছুয়ে দেখতে পারি না
তুইতো আছস ভালো সুখে
কিন্তু আমি ভালো না
কথা দিয়া তুইতো আমার
কথা রাখলি না
সুখে থাক তুই ভালা করি প্রাথনা
সময় তো আর কারো লাগি
বসে থাকেনা
তোর লাগি এখন তো আর
আমি কান্দি না end

দুখ দিতো সুখ অনল জালায়
জলছে চিরকাল
দেউয়েই তোরে বুক সাগরে
পুরছে হাজার শইবাল
কার আঙ্গিনার ফুল সে যে তুই
হেসে কাটাস দিন
তোর বিরহে ফুস্ফুসে আজ
জ্বলছে নিকোটিন

হৃদয় খানা মোর মরুভুমি
বালির চড়ায় ভরা
তাই বুঝি সুখ হাসি ঠাট্টায়
দিচ্ছে আমায় ধরা

ও ও দহন জ্বালায় বুক পোড়া ছাই
বুকে মাঝে উড়ে
এ মন আমার বাথার সাগর
হইল বিশ্ব জুড়ে



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ