Dabanol Lyrics - দাবানল I Aseer Arman - আসির আরমান I Band Amar Bondhu - ব্যান্ড আমার বন্ধু

Dabanol Lyrics - দাবানল I Aseer Arman - আসির আরমান I Band Amar Bondhu - ব্যান্ড আমার বন্ধু

Dabanol Lyrics - দাবানল I Aseer Arman - আসির আরমান I Band Amar Bondhu - ব্যান্ড আমার বন্ধু
Singer Aseer Arman

শীতের বাতাসে তোমার পালানোর
আগাম নিশানা!
আমায় ডোবায় স্থবির কালচে
জবুথবুরঙা বুড়িগঙ্গায়।
তখনো, সততা তোমায় আমায় ঠেলে রাখে
নিরাপদ দূরে,
দাবানলে পোড়াবনে ছাই-ঢাকা
চোরাপথে তোমার জোনাকি।
জানো, হাতনিশিপিশানো কথাও
লিখিনা কবিতায় যেন শিউরে না উঠো।
কবিতা ব্যাহত, নাকি কবি আহত?
যাইহোক, তুমিতো অব্যাহত!
শোনো কবি, তোমার দুর্গত মনে ত্রাণের নৌকা
আর যাবেনা কখনো।
আ হা হা হা আ আ আ.......

মনে যদি পাবেই ভয়,
ক্ষতি তবে ক্ষতি হয়েই যায়,
ত্রাণের অপচয়।
সরস্বতী, সে তার তানপুরাতে সুরের বৈঠা
বাইবে না আর কখনো।
আ হা হা হা আ আ আ.......

সেই তুমিই লুডুর ঘরে শুরুর প্রথম ঘর,
কেন মনে হয়।
একেবেকে কিলবিলিয়ে
কোনমতে মনের নানান দফা!
সুঠামচিত্তে পার করে
সাপের ছোবলঘরে হুট মাড়াই,
তখনো সততা তোমায় আমায়
ঠেলে রাখে নিরাপদ দূরে
জানো, হাতনিশিপিশানো কথাও
লিখিনা কবিতায় যেন শিউরে না উঠো।
কবিতা ব্যাহত, নাকি কবি আহত?
যাইহোক, তুমিতো অব্যাহত!
শোনো কবি, তোমার দুর্গত মনে ত্রাণের নৌকা
আর যাবেনা কখনো।
আ হা হা হা আ আ আ.......



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ