Class Room Lyrics ( ক্লাস রুম ) | Chalo Paltai | Anupam Roy -Bangla Lyrics
Singer | Anupam Roy |
Music | Anupam Roy |
Song Writer | Anupam Roy |
আছে ক্লাসরুম, আছে চক
আছে teacher-এর বকবক
আছি আমি নিজের মনেই অন্তরীণ
আছে বইয়ের ভেতর ভূত
আছে মোঘল আর রাজপুত
ছেড়ে দিন আমাকে, please, ছেড়ে দিন
আছে গভীর দীর্ঘশ্বাস
আছে শিক্ষার পরিহাস
আছে ফেল, আছে পাস
বিরক্তি ১২ মাস
ওরা বড় হবে, চড়বে গাড়ি
আর আমি কাটবো ঘাস
আছে tube, আছে fan
সব কিছুই যাচ্ছে tan
দম বন্ধ হয়ে আসছে আবার
আছে অনেক জ্ঞানের বই
টুকে টুকে এগোবোই
এখন আর সময় নেই যে ভাবার
আছে গভীর দীর্ঘশ্বাস
আছে শিক্ষার পরিহাস
আছে ফেল, আছে পাস
বিরক্তি ১২ মাস
ওরা বড় হবে, চড়বে গাড়ি
আর আমি কাটবো ঘাস
আছে গভীর দীর্ঘশ্বাস
আছে শিক্ষার পরিহাস
আছে ফেল, আছে পাস
বিরক্তি ১২ মাস
ওরা বড় হবে, চড়বে গাড়ি
আর আমি কাটবো ঘাস
0 মন্তব্যসমূহ