Chol Bondhu Chol Networker Baire Flim Song Lyrics (চল বন্ধু চল লিরিক্স) Bangla lyrics
কণ্ঠ | :ইব্রাহিম কামরুল শাফিন |
সুর ও সংগীতায়োজন: | সাজিদ সরকার |
কথা | :সোমেশ্বর অলি |
লাগলে বলিস,
জায়গায় বসে আওয়াজ দিস।
কলিজাটা ছিঁড়ে তোকে দেবো
লবণ মাখিয়ে নিস।
একা লাগলে বলিস,
মনে মনে আমার নামটা নিস,
তোর মুড অন করে দেবো,
একটা ট্রিট দিয়ে দিস।
উড়ি একসাথে নীলে নীলে,
উড়ি একসাথে মিলে ঝিলে।
চল বন্ধু চল,
চল বন্ধু চল,
চল বন্ধু… চল।
0 মন্তব্যসমূহ