CHOKH (চোখ ) Lyrics by Minar Rahman বাংলা লিরিক্স
Singer | Minar Rahman |
Music | Musfiq Litu |
Song Writer | Mehedi Hasan Limon |
আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই তোকে
আমি তোর মনটা ছুঁয়ে স্বপ্ন দিয়ে আঁকবো যে তোকে
তুই থাকলে রাজি, ধরবো বাজি, কোন কিছু না ভেবে
তুই থাকলে রাজি, ধরবো বাজি, কোন কিছু না ভেবে
ও একটু নয়, অনেক বেশি ভালোবাসি তোকে
তুই তাকালে মেঘের পাল, ডানা মেলে ওড়ে গাঙচিল
তোর ইশারা দিচ্ছে সাড়া, হৃদয় সুখের অন্ত্যমিল
তুই থাকলে রাজি, ধরবো বাজি, কোন কিছু না ভেবে
তুই থাকলে রাজি, ধরবো বাজি, কোন কিছু না ভেবে
ও একটু নয়, অনেক বেশি ভালোবাসি তোকে
খুব অদূরে রাত্রি ভোরে ইচ্ছেগুলো হচ্ছে নিখোঁজ
জানাশোনা তোর বায়না আনমনা হই আমি অবুঝ
তুই থাকলে রাজি, ধরবো বাজি, কোন কিছু না ভেবে
তুই থাকলে রাজি, ধরবো বাজি, কোন কিছু না ভেবে
ও একটু নয়, অনেক বেশি ভালোবাসি তোকে |
0 মন্তব্যসমূহ