Chaka Lyrics (চাকা লিরিক্স) | Bakyobageesh | Anupam Roy
Singer | Anupam Roy |
ঘুরছি আমি ঘুরছে চাকা
উড়ছে খুলি উড়ছে টাকা
পুড়ছে চোখের চামড়া পালক
পারছি না আর নেভাও আলো
ঘুরছি আমি ঘুরছে চাকা
উড়ছে খুলি উড়ছে টাকা
পুড়ছে চোখের চামড়া পালক
পারছি না আর নেভাও আলো
শহরতলীর মনের ভেতর
তোমার পায়রা মাখছে আতর
খুশবু লোটায় কানের কাছে
আমার কলজে খেজুর গাছে
আমার কথা বলো না বলো না
কবি হওয়া আর হলো না হলো না
আমার কথা বলো না বলো না
কবি হওয়া আর হলো না হলো না
চাইছো কেন রাতের হিসেব?
টেবিল জুড়ে কলম পিষে
কাব্যি করা উঠলো ডকের
আমার মাথায় কুকুর ডাকে
মা মাটি হাতুড়ি কাস্তে
গিলছে মানুষ আস্তে আস্তে
আমরা নাচছি পথে পথে
বনধে ডাকছি উলটো রথে
মানিকবাবুর shooting cancel
সবার বুদ্ধি হচ্ছে parcel
আজকে যদি থাকতো উত্তম
পিটিয়ে তোদের করতো খতম
আমার কথা বলো না বলো না
কবি হওয়া আর হলো না হলো না
আমার কথা বলো না বলো না
কবি হওয়া আর হলো না হলো না
চাইছো কেন রাতের হিসেব?
টেবিল জুড়ে কলম পিষে
কাব্যি করা উঠলো ডকের
আমার মাথায় কুকুর ডাকে...
ঘুরছি আমি ঘুরছে চাকা
ঘুরছি আমি ঘুরছে চাকা
ঘুরছি আমি ঘুরছে চাকা
ঘুরছি আমি ঘুরছে চাকা চাকা
ঘুরছি আমি ঘুরছে চাকা
ঘুরছি আমি ঘুরছে চাকা
ঘুরছি আমি ঘুরছে চাকা
ঘুরছি আমি ঘুরছে চাকা
0 মন্তব্যসমূহ