Byakoron Lyrics | ব্যাকরণ | Minar Rahman - Bangla Lyrics

Byakoron Lyrics | ব্যাকরণ | Minar Rahman - Bangla Lyrics

Byakoron Lyrics | ব্যাকরণ | Minar Rahman - Bangla Lyrics
Singer Minar Rahman
Singer Rezwan Sheikh
Song Writer Snahashish Ghosh

জানো কী তুমি পৃথিবীতে
সেই একজন
বিশেষীত করতে যাকে
পাইনা বিশেষণ
জানো কী তুমি পৃথিবীতে
সেই একজন
বিশেষীত করতে যাকে
পাইনা বিশেষণ

তোমার জন্য নতুন কিছু শব্দ প্রয়োজন
সৃষ্টি করবো তোমার জন্য নতুন ব্যাকরণ
শুনতে কী পাও আমার কথা
বলছে এ মন
তোমার জন্য নতুন কিছু শব্দ প্রয়োজন

দেখেছে চাঁদ যেদিন তোমায়
সেদিনের পর থেকে
রূপের লাজে
মেঘের ভাঁজে
লুকিয়েছে নিজেকে

বলতে পারো তুমি এত
সুন্দর কেন হলে
দিনের পর দিন
ডুবে জ্বলেছি, মুগ্ধতার অথলে

চেনা কী আছে পৃথিবীতে
তুমি সেই জন
বিশেষীত করতে যাকে
বিশেষণ প্রয়োজন

তোমার জন্য নতুন কিছু শব্দ প্রয়োজন
সৃষ্টি করবো তোমার জন্য নতুন সমীকরণ
শুনতে কী পাও আমার কথা
বলছে এ মন
তোমার জন্য নতুন কিছু শব্দ প্রয়োজন

দেখেছে চাঁদ যেদিন তোমায়
সেদিনের পর থেকে
রূপের লাজে
মেঘের ভাঁজে
লুকিয়েছে নিজেকে

শুনতে কী পাও আমার কথা
বলছে এ মন
তোমার জন্য নতুন কিছু শব্দ প্রয়োজন

দেখেছে চাঁদ যেদিন তোমায়
সেদিনের পর থেকে
রূপের লাজে
মেঘের ভাঁজে
লুকিয়েছে নিজেকে



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ