Buker Majhe Aagle Rekho Lyrics by Samz vai (বুকের মাঝে আগলে রেখ) | Baul Sukumar | Samz Vai | - Bangla Lyrics
Singer | Baul Sukumar & Samz Vai |
Music | Ankur Mahamud |
Song Writer | Anupam Biswas |
আঁহার ঘরে আমি একা
বসে আছি তোমার পাইনা দেখা
আঁহার ঘরে আমি একা
বসে আছি তোমার পাইনা দেখা
আইসো তুমি বন্ধু আপন ঘরে
দ্বিধাদ্বন্দ্ব সবকিছু সরায়ে
হৃদয়মাঝে ঠাই দিয়ো
নিয়ো আপন করে
বুকের মাঝে আগলে রেখো
ভালোবেসো মোরে
হৃদয়মাঝে ঠাই দিয়ো
নিয়ো আপন করে
বুকের মাঝে আগলে রেখো
ভালোবেসো মোরে
বুকের মাঝে আগলে রেখো
ভালোবেসো মোরে
Rap:
দিলাম এক রাশিফুল
তুমি কইরো না আর ভুল
ভালোবাসবো সারা জীবন
কথা নড়বেনা এক চুল
পাইরা দিব তারা
কইবো হাজার মিছা কথা
ঐ সব তাল বাহানায় কথাই
তুমি গলাইয়োনা মাথা
আমি মানুষ দেখতে খারাপ
হইলেও ভিতর পুরা খাটি
যখন আসেবো তোমার বাড়ি
রুপোর বিছায় দিয়ো পাটি
তুমি পুকুর ঘাটে রানি হয়লে
আমি কিন্তু চাঁদ আমায় চিন্তে
কইরা ভুল যৌবন কইরোনা বরবাদ
জোসনা রাতে ঝি ঝি ডাকে
কইবো মনের কথা
রাখবো মাথা তোমার কোলে
মুছবে বুকের জ্বালা (2 বার)
আইসো তুমি বন্ধু আপন ঘরে
দ্বিধাদ্বন্দ্ব সবকিছু সরায়ে
হৃদয়মাঝে ঠাই দিয়ো
নিয়ো আপন করে
বুকের মাঝে আগলে রেখো
ভালোবেসো মোরে
বুকের মাঝে আগলে রেখো
ভালোবেসো মোরে
Rap:
আমি তোমাতে হারাই জাবো দাও যদি সুযোগ
আমার দুর্বলতাকে তুমি করনা উপভোগ
তোমার চুলের সুভাষ বড় ভালোবাসি ভালোবাসি
ভালোবাসি তোমার লাজুক হাঁসি
তুমি বাতাসের অনুকূলে দারাও না দারাও না
আমার পাড়াতে ঘুইরা বাড়াইয়ো না বাড়াইয়ো না
এভাবে তাকাইওনা পাগল হয়ে যাই
মন করে আনচান কবে তোমায় পাই
দুজন মিলে দেখবো স্বপন
মান অভিমান ভুলে
থাকবে না আর কোন বাধা
তোমার আমার মনে (2 বার)
আইসো তুমি বন্ধু আপন ঘরে
দ্বিধাদ্বন্দ্ব সবকিছু সরায়ে
হৃদয়মাঝে ঠাই দিয়ো
নিয়ো আপন করে
বুকের মাঝে আগলে রেখো
ভালোবেসো মোরে
বুকের মাঝে আগলে রেখো
ভালোবেসো মোরে
আঁহার ঘরে আমি একা
বসে আছি তোমার পাইনা দেখা
আইসো তুমি বন্ধু আপন ঘরে
দ্বিধাদ্বন্দ্ব সবকিছু সরায়ে
হৃদয়মাঝে ঠাই দিয়ো
নিয়ো আপন করে
বুকের মাঝে আগলে রেখো
ভালোবেসো মোরে
হৃদয়মাঝে ঠাই দিয়ো
নিয়ো আপন করে
বুকের মাঝে আগলে রেখো
ভালোবেসো মোরে
বুকের মাঝে আগলে রেখো
ভালোবেসো মোরে।। (2বার)
0 মন্তব্যসমূহ