Brishtir Opekkhay Lyrics | বৃষ্টির অপেক্ষায় | Minar Rahman

Brishtir Opekkhay Lyrics | বৃষ্টির অপেক্ষায় | Minar Rahman

Brishtir Opekkhay Lyrics | বৃষ্টির অপেক্ষায় | Minar Rahman
Singer Minar Rahman
Music Amit Chatterjee
Song Writer H M Ripon

তোমার স্মৃতির মায়ায় , ভাসবো না ভেবে
লিখবো আমি কাব্য, তোমার শিরোনামে
কলমের যত কালি, লিখে যাবে কবিতা
হৃদয়ের অ্যালবামে সাজিয়ে নেবো ছবিটা

তুমি চাইলে হতে পারো, জীবনের হেডলাইন
নির্দিধায় করতে পারো, হৃদয়ের স্ট্যাম্পে সাইন
রাতের আঁধারে, ল্যাম্পপোস্টে
ধরবো গীটারের সুর,
অপেক্ষার প্রহর, গুনে যাবো
যেতে যেতে বহুদূর
তোমার জন্য বেলা, ওবেলা
করবো পাগলামি

তুমি চাইলে হতে পারো, জীবনের হেডলাইন
নির্দিধায় করতে পারো, হৃদয়ের স্ট্যাম্পে সাইন
শহরের এই ধুলোবালি মেখে
বৃষ্টির অপেক্ষায়,
তুমি মেঘ জমে থাকো
দাও না বৃষ্টি আমায়
তোমার জন্য বেলা, ওবেলা
করবো পাগলামি

তুমি চাইলে হতে পারো, জীবনের হেডলাইন
নির্দিধায় করতে পারো, হৃদয়ের স্ট্যাম্পে সাইন

তোমার স্মৃতির মায়ায় , ভাসবো না ভেবে
লিখবো আমি কাব্য, তোমার শিরোনামে
কলমের যত কালি, লিখে যাবে কবিতা
হৃদয়ের অ্যালবামে সাজিয়ে নেবো ছবিটা

তুমি চাইলে হতে পারো, জীবনের হেডলাইন
নির্দিধায় করতে পারো, হৃদয়ের স্ট্যাম্পে সাইন



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ