Boyoshondhir jhaajh Lyrics।। Aseer Arman || বয়োসন্ধির ঝাঁঝ ।। আসির আরমান

Boyoshondhir jhaajh Lyrics।। Aseer Arman || বয়োসন্ধির ঝাঁঝ ।। আসির আরমান

Boyoshondhir jhaajh Lyrics।। Aseer Arman || বয়োসন্ধির ঝাঁঝ ।। আসির আরমান
Singer Aseer Arman
Song Writer Aseer Arman

বয়োসন্ধির ঝাঁঝে বইছে কিশোরী হাওয়া
আমাদের ঠিক করা ছিল যেন কোথায় যাওয়া?
হলোনা বা;
কেন হবে না!
কার ছিলো দায়?
কে খারিজ করেছিল কার; দা বি দা ও য়া!
একি পাতে মেখো ভাত
তোমার ঘুড়িতে কাটা ছাদ ঘিরে সেজদায় মেঘেদের ভয়
আবেগ বিপণনে বিবেক
ঘুড়ির সুতোয় খুন মেঘমেঘে খুন লেগে আছে কনকচূড়ায়..
নিজগুণে বিলাচ্ছো ক্ষমা
আমার বেলাতে কাৎ

আমাদের সব লেখা "অহিংস সমঝোতাই"
গনতন্ত্রের বুলি বুঝে না বুঝেও আওড়াই
দম ছেড়ে "হুম" বলো
হুমকির মতন লাগে
ক্ষুদ্ধ কপালভাজে প্রেমাকুতি দারুণ লাগে!
একি পাতে মেখো ভাত
তোমার ঘুড়িতে কাটা ছাদ ঘিরে সেজদায় মেঘেদের ভয়
আবেগ বিপণনে বিবেক
ঘুড়ির সুতোয় খুন মেঘমেঘে খুন লেগে আছে কনকচূড়ায়..

নিজগুণে বিলাচ্ছো ক্ষমা
আমার বেলাতে কাৎ



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ