Boka Mon Lyrics - বোকা মন লিরিক্স - Ashraf Rafi & Samz Vai -Bangla Lyrics

Boka Mon Lyrics - বোকা মন লিরিক্স - Ashraf Rafi & Samz Vai -Bangla Lyrics

Boka Mon Lyrics - বোকা মন লিরিক্স - Ashraf Rafi & Samz Vai -Bangla Lyrics


Singer Ashraf Rafi & Samz Vai
Music Ashraf Rafi
Rap Lyrics Samz vai

তুমি আছো আমার এখন পুরো সৃতিতে
কাদে আমার মন এখন ছাদের কোণে বসে
আমার মত আমি আছি ভালো থেকো তুমি
তোমায় ছাড়া একলা আমার জীবন মরুভুমি

তুমি আর নেই কেনো আমার মাঝে
পোড়া কলিজাতে আরও ভাল কষ্ট লাগে

বোকা রে তোর মন, বোকা রে তোর মন
নাহলে দিত নারে ধোকা
বোকা রে তোর মন,তুই বোকা মন
নাহলে দিত নারে ধোকা

Rap-
কথা ছিল পাশে রবি মোর সারাটা জীবন
তোর এই কথা ভাঙ্গার আগে কেন
হইলো না মরন
তুই তো সুখি হইয়া গেলি
শুধু ভাংল আমার মন
আমার মন খারাপের দিনে আজ
তোরে প্রয়োজন
তুই ছিলি যখন পাশে কষ্ট কি বুঝিনাই
ভালোবাসায় ভরা জীবনটারে
ফিরে পেতে চাই
তোরে ঠিকি বুঝছিলাম
তুই তো আমায় বুঝলিনা
কেমনে তোরে ছাড়া থাক্মু
একবার ভাইবাও দেখলিনা
যতটুকু পারছি রাখছি তোর ঐ
হাজার বাহানা
হুদাই ভালোবাসছিলাম
তুই তো দাম ও দিলিনা
তোর ভালবাসা মানে পুরা ১৬ আনাই বাকি
সবচেয়ে বড় বোকা আমি
নইলে দিতি না আর ফাকি
তোরি সুখি আমি সুখি
যদি থাকস তুই ভালো
দোয়া করি তোরে কষ্ট যেন না দেয়
উপরওয়ালা
এমনে চইলা যাবে জীবন
থাক্মু আমার মত আমি
উপ্রে পইরা রইব সৃতি
চাপা তলে আমি ভুলি

বোকা রে তোর মন, বোকা রে তোর মন
নাহলে দিত নারে ধোকা
বোকা রে তোর মন,তুই বোকা মন
নাহলে দিত না ধোকা (২)



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ