Bidhatari Ronge Aka (বিধাতারি রঙ্গে আকা) Lyrics by Vibe -Bangla Lyrics
Singer | Shuddho Fuad Sadi |
Band | Vibe |
আমি বিধাতারই রঙে আঁকা এক অস্পষ্ট ছবি
আমি তারই কবিতায় অনুপ্রেরিত বিদ্রোহী এক কবি
প্রকৃতি আমার অনেক দিনের দুঃসময়ের সাথী
তাই মেঘে ঢাকা পড়া একাকী চাঁদের স্নিগ্ধ আভায় মাতি
সুখ যেন সেই চন্দ্রিমা রাত, বিষাদ জোছনা
ব্যর্থতাতেই সার্থকতার মিলন মোহনা
মিলিয়ে যাচ্ছি আমি অন্য কোথায়
জোছনা কাঁদছে দেখো নীরবে আজ
মায়াবী পূর্ণিমার ভীরু লাজ
স্বচ্ছ কুয়াশায় বাজে এ কি রাগিণীর সুর
রাগিণীর সুর
আমি কোনো এক পাখির ডানায় আছড়ে পড়া রোদ
আমি আমার সুপ্ত ব্যর্থতার অন্তর্নিহিত ক্রোধ
আমি হারানো বেদনার রঙে রাঙাই আমার দিন
রঙে রাঙাই আমার দিন
আর অন্তহীন গ্লানির পথে পথে হাঁটি আমি
জোছনা কাঁদছে দেখো নীরবে আজ
মায়াবী পূর্ণিমার ভীরু লাজ
স্বচ্ছ কুয়াশায় বাজে এ কি রাগিণীর সুর
রাগিণীর সুর
আমি বিধাতারই রঙে আঁকা এক অস্পষ্ট ছবি
আমি তারই কবিতায়...
0 মন্তব্যসমূহ